হবিগঞ্জ ইয়ং ব্রাদার্স সোসাইটির উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য সচিব আতিকুল ইসলাম সোহাগ,বড় আলীপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাওঃ মুহিবুর রহমান, আব্দুল মজিদ মন্ডল, মাওঃ মাসরুর আহমদ মাসুম, মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ এবং ৪ টি করে ওর সেলাইন প্রদান করা হয়, বড় আলীপুর, ছোট আলীপুর এবং মুরাদপুর গ্রামের ২৫ টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তা বিতরণ করা হয়।