কওমী মাদরাসা শিক্ষা বোর্ড হবিগঞ্জ এর ১২তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৫ হিজরীতে নিম্ন মাধ্যমিক ৬ষ্ঠ শ্রেণী, মাধ্যমিক ৮ম শ্রেণী ও হিফজুল কুরআনে ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলূম ( যশকেশরী মাদরাসা) কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে।
৬ষ্ঠ শ্রেণীতে মেধা তালিকায় ১০ম স্থানসহ ২ টি মুমতায, ৪ টি জায়্যিদজিদ্দান,১টি জায়্যিদ ও ২ টি মকবুল পেয়েছে।
৮ম শ্রেণীতে ৩ টি মুমতায, ২ টি জায়্যিদজিদ্দান ও ২ টি মকবুল পেয়েছে।
হিফজুল কুরআন বিভাগে ২ টি জায়্যিদজিদ্দান, ৪ টি জায়্যিদ ও ১ টি মকবুল পেয়েছে।
৬ষ্ঠ শ্রেণীতে পাশের হার ৯০%, ৮ম শ্রেণীতে পাশের হার ৮৭.৫০% ও হিফজে ১০০%।
গড় পাশের হার ৯২.৫১%।