জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ কৃষকলীগের উদ্যোগে ধানকাটা উৎসব

বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে কৃষকলীগের নেতা কর্মীরা কৃষকের সাথে মাঠে ধান কাটায় সহযোগিতা করছে।

করোনাকালীন সময়ে শ্রমিক সংকটের কারণে প্রাকৃতিক দূর্যোগে কৃষকের ধান যেন নষ্ট না হয় সেজন্য প্রধান মন্ত্রী সারা দেশে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। কৃষকের ধান মাঠ থেকে সঠিক সময়ে যেন ঘরে তুলতে পারে সেই জন্য আমরা মাঠে নেমে কৃষকের সাথে সহযোগিতা করছি।

সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তিনি রবিবার সকাল ১০টায় হবিগঞ্জের কালাডোবায় ধান কাটা উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

হবিগঞ্জ কৃষকলীগের উদ্যোগে ধানকাটা উৎসব
ধানকাটা উৎসবে জেলা উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ। ছবিঃ সৈয়দ সালিক আহমেদ

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম  স্মৃতি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা শাহরিয়ার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোঃ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক  রেজাউল করিম রেজা আইন বিষয়ক সম্পাদক  এডভোকেট জহির উদ্দিন লিমন, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সহসভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুর রউফ, এসএম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় প্রমুখ।