শুক্রবার (২৫ অক্টোবর) নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে সকাল ১১টায় পরীক্ষা হয়।
এবার ভর্তি পরীক্ষায় মোট ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন; আর প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন করে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’টি অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের আসন বিন্যাস অনুযায়ী, হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (জোন-১) রোল নাম্বার ৮৩৯৬৭ থেকে ৮৪৫১৬ এবং হবিগঞ্জ সদরের ২ নং পুল এলাকায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে (জোন-২) রোল নাম্বার ৮৪৫১৭ থেকে ৮৫০১৭ পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগমনে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। কেন্দ্রের আশপাশে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মুখরিত ভিড়, যার মধ্যে পরীক্ষা নিয়ে উৎসাহ ও উত্তেজনার প্রকাশ ছিল স্পষ্ট।
পাবনা থেকে আসা সাইফুল ইসলাম নামে এক পরীক্ষার্থী জানান, হবিগঞ্জে এই প্রথম আসা, তাও পরীক্ষা দেওয়ার জন্য, হবিগঞ্জের মানুষ অতিথি পরায়ণ তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে।
আলী আহমদ নামে এক পরীক্ষার্থীর অভিভাবক জানান, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্য কেন্দ্রগুলোর সফল আয়োজন গুরুত্বপূর্ণ অবদানে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হওয়ায় ভবিষ্যতে কৃষি শিক্ষার উন্নয়ন এবং দেশের কৃষি ক্ষেত্রে নতুন দিশা তৈরি করার আশা করা যায়।
এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি।