পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ জেলার সকল প্রবেশধার নিয়ন্ত্রিত বলে এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছেন হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ কামরুল হাসান।
শনিবার (১১ এপ্রিল ২০২০ ইং) মাননীয় জেলা প্রশাসকের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটির মাধ্যমে তথ্যটি জানা গেছে।
মাননীয় জেলা প্রশাসকের স্বাক্ষরিত পত্রটি নিম্নে দেওয়া হল :
এছাড়াও ” জেলা প্রশাসন হবিগঞ্জ ” নামক ফেইসবুক আইডির পোস্ট থেকেও বিষয়টি জানা গেছে।
পোস্ট লিংক : https://bit.ly/2VlIDwo
এছাড়াও হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত আরেকটি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবেলায় “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, হবিগঞ্জ” এর ১১ এপ্রিল অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত এবং হবিগঞ্জ সিভিল সার্জনের অনুরোধক্রমে জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২৫০ শয্যা সদর হাসপাতাল সংলগ্ন রাস্তা বিশেষ করে পৌরসভার সামনের থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত, কোর্ট মসজিদ মোড় হতে বেবি স্যান্ড, জেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন রাস্তা, জালাল স্টেডিয়াম সংলগ্ন রাস্তা এবং তৎসংলগ্ন এলাকাসমূহে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল। রোগী পরিবহণ ব্যতীত সকল প্রকার যানবাহন এবং জনগণের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হল।
এসময় সকল ধরণের গণপরিবহণ, জনসমাগম, জনগণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিবেসা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এই নিষেধাজ্ঞার আওতার বাহিরে থাকবে। জনষাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ শনিবার দুপুর ০২টা হতে কার্যকর হবে। পরিবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।