হবিগঞ্জ জেলা কারাগারে অতিরিক্ত বন্দি থাকায় করোনার মহামারী সংক্রমণের আশংকা করা হচ্ছে। ফলে সাধারণ বন্দিদের মাঝে আতংক বিরাজ করছে। জামিন না হওয়ার ফলে কারাগারে বন্দি বাড়ছে।
কারা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলের ধারণ ক্ষমতা ৫ শতাধিক। কিন্তু বর্তমানে ১২ শ বন্দি বসবাস করছে। এতে করে করোনার ঝুঁকি সংক্রমণের আশংকা রয়েছে। প্রতিদিন বিভিন্ন থানার পুলিশ আসামি ধৃত করে কারাগারে প্রেরণ করে। ফলে বন্দির সংখ্যা বাড়ে।
যদিও ভার্চুয়াল কোর্টে জামিন শুনানী হয় তবে দ্বিগুন আসামি প্রতিদিন কারাগারে আসে। আসামি কারাগারে বেশি থাকায় করোনার আতংক বিরাজ করছে।
জেলার জয়নাল আবেদীন জানান, বর্তমানে আসামি হবিগঞ্জ কারাগারে ১ হাজার ১৪৪ জন আছে। যা ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন বেশি। তবে প্রতিদিন যত আসামির জামিন হয় এর চেয়ে বেশি আসামি কারাগারে আসে। ফলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে।