জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্ধোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ ও আলোচনা

হবিগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সোমবার সকালে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ(অবঃ) মুহম্মদ আব্দুজ জাহের।

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রোকেয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার পবন চৌধুরী’র তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।