হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (বিপিএম-সেবা) ও বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিমে সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুল রহমান, এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, আরটিভি’র সায়েদুজ্জামান জাহির, দীপ্ত টিভি’র শাহ ফখরুজ্জামান, চ্যানেল টুয়েন্টি ফোর টিভির রাসেল চৌধুরী, একুশে টিভি’র সৈয়দ এখলাছুর রহমান খোকন, যমুনা টিভির প্রদীপ দাশ সাগর, এটিএন বাংলা’র এমএ হালিম, একাত্তর টিভি’র শাকিল চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক শরিফ চৌধুরী, জিটিভি’র মোহাম্মদ নুর উদ্দিন, মোহনা টিভির মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, বিজয় টিভির ইলিয়াস আলী মাসুক, বাংলা টিভির কাজল সরকার প্রমূখ।
সভায় বক্তারা বিদায়ী পুলিশ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও শেখ মোঃ সেলিমের দায়িত্ব পালনের প্রশাংসা করেন এবং তাদেরকে সাংবাদিক বান্ধব কর্মকর্তা উল্লেখ্য করে বলেন-হবিগঞ্জের টিভি সাংবাদিকরা দায়িত্ব পালনে এ দু’জন কর্মকর্তার সহযোগিতা পেয়েছেন এবং তারা পুলিশ ও সাংবাদিকদের মাঝে সেতুবন্ধন তৈরী করেছেন। বিদায়ী অতিথিরাও তাদের বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে হবিগঞ্জের গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগীতা পেয়েছেন বলে জানান এবং তারা সংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল চৌধুরী, শাওন।