হবিগঞ্জ ট্রাফিক পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সরকার মহামারী করোনার সময় সারাদেশ লকডাউন ঘোষণা করেছে। তবে জরুরি সেবার আওতাভুক্ত সকল যানবাহনসহ সংশ্লিষ্টদেরকে আইডি কার্ড কিংবা মুভমেন্ট পাস দেখানোর নির্দেশনা দেয়া হয়েছে।
এই লকডাউনে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও যানবাহন চলাচল বন্ধ আছে। যাও চলে সীমিত এবং জরুরি সেবায় নিয়োজিত।
কিন্তু লকডাউনের সুযোগ নিয়ে হবিগঞ্জের ট্রাফিক পুলিশের কতিপয় সদস্য শুরু করেছে চাঁদাবাজি। তাদেরকে আইডি কার্ড কিংবা পরিচয় দেওয়া স্বত্তেও চালকদের মামলা দেয়া হচ্ছে। তবে কোনো রিসিট দেয়া হয়নি।
ইচ্ছামাফিক মামলা দিয়ে টাকা রেখে গাড়ি ছেড়ে দেয়া হয়। আবার কোন কোন সময় জরিমানার ৪ ভাগের এক অংশ সরকারের কোষাগারে জমা হলেও বাকি ৩ অংশ চলে যায় ট্রাফিক পুলিশের পকেটে।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের আইন অমান্য করলে মামলা দিয়ে থাকি। গতকাল রবিবার ৩০ টি মামলা দেয়া হয়েছে। তবে কোনো অতিরিক্ত টাকা আদায় করা হয়নি। তবে রিসিটের ব্যাপারে জিজ্ঞাসা করলে বিষয়টি এড়িয়ে যান।