জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে বাস দূর্ঘটনায় প্রান গেল ২ জনের

শাহরিয়ার আহমেদ শাওনঃ প্রচন্ড কুয়াশার কারণে  অন্ধকার আছন্ন সড়ক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লিমন পরিবহন নামের একটি বাস মূর্মান্তিক দূর্ঘটনার স্বীকার হয়।এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে।

জানা যায়, শনিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাও নাঈমা ফেলিং স্টেশনের সামনে বালু বুঝাই করা একটি ট্রাককে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী লিমন পরিবহনের একটি বাস। এতে করে বাসটি ধুমরে মুচরে যায়।বাসে থাকা  ২ যাত্রী   নিহত হয় অপর আরও ১০ জন গুরুত্বর আহত হন।

নিহতদেরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে অপর একজনের পরিচয় সংবাদ লেখার আগ মূর্হূত পর্যন্ত পরিচয়  পাওয়া যায় নি ।নিহত একজন হলেন,নরসিংদী সদর থানার কাউলিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে শ্রাবন মিয়া (২৪)।

এসময় আসংকা জনক অবস্থায় আরও দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরন করা হয়।

দূর্ঘটনার খবর পেয়ে, নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

এসময় শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান সাংবাদিকদের জানান, ঘন কুয়াশার কারনে  বাস ড্রাইবার বাসের গতিবেদি বুঝতে না পারায় ট্রাকের পেছনে বাসটি  ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২ জন নিহত হয়। নিহত একজনের বয়স ২৪ অপর একজনের বয়স ৩৫ বলে ধারনা করা হচ্ছে।