হবিগঞ্জ – নবীগঞ্জ সড়কের বালিকাল ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে মোটসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
তবে স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের কারণে এ দূর্ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, গতকাল ওই সময় নবীগঞ্জগামী একটি মোটর সাইকেল হবিগঞ্জ শহর থেকে ছেড়ে যায় এবং উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিকট ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক (৩৫) নিহত হয়। আহত হয় আরেকজন।
এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করে।