জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ এবং বিভিন্ন সরকারী দপ্তরে অগ্নিসংযোগ, লুটপাট ও গ্রাহকের কাছ থেকে মোটা অংকের ঘুষ নেওয়ার অভিযোগে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের পরিচালক ও সভাপতি মিজানুর রহমান চকদারকে স্থায়ীভাবে অপসারণের দাবী হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গত বুধবার মাধবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ অভিযোগ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায় মিজান চকদার জুলাই আগস্টেও ছাত্র আন্দোলনকে ব্যর্থ করার লক্ষে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পক্ষে অবস্থান নিয়ে ছাত্র আন্দোলনের বিরোধী সক্রিয় অবস্থান নেয় এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনসহ বিভিন্ন সরকারী দপ্তর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের নেতৃত্বদেন।
উক্ত বিষয়ে বিগত ১৯/০৯/২০২৪খ্রিঃ তারিখে ৩০/৩৫৩নং মাধবপুর থানা একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলা মিজান চকদার ৩৩নং আসামী।
এছাড়াও বিভিন্ন জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কোন কোন মামলা একাধিকবার জেল হাজতে যেতে হয়েছে তাকে।
মাধবপুর থানাধীন সেচ প্রকল্পের সেলু মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সেচ প্রকল্পের ম্যানেজার ও গ্রাহক আব্দুর রহমান এর নিকট হইতে ২ লক্ষ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী জজ আদালত হবিগঞ্জে মামলা রয়েছে উক্ত মিজান চকদারের বিরুদ্ধে।