জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

 

চাকুরীতে বৈষম্য দূরীকরণ দাবিতে হবিগঞ্জ পল্লী সমিতির কর্মকর্তা – কর্মচারীদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে  স্মারক লিপি প্রদান করেছেন।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) সকাল ১১ টা দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে প্রায় ৪ শতাধিক কর্মকর্তা – কর্মচারীরা কর্ম বিরতি রেখে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (হপবিস)  শায়েস্তাগঞ্জ সদর দপ্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ । পরে কর্মকর্তা – কর্মচারীরা জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এর কাছে স্মারক লিপি প্রদান করেন ।
জানা যায়, হবিগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ( আরইবি)ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করণ , বৈষম্য , দুর্নীতি মুক্ত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 এ সময় উপস্থিত ছিলেন –  হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তর জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস , এজিএম ( এডমিন ) , রফিকুল ইসলাম , ডিজিএম ( কারিগরি)  মোঃ ফয়জুল্লাহ, গোলাম কাউসার তালুকদার ,   দেলোয়ার হোসেন, নবীগঞ্জ ডিজিএম মোঃ পারভেজ ভূইয়া ,  নোয়াপাড়া ডিজিএম মোঃ জোনায়দুর রহমান ,  চুনারুঘাট ডিজিএম মোঃ আব্দুল্লাহ আলম মাসুদ ,  বানিয়াচং ডিজিএম মোঃ আসাদুজ্জামান অনুজ , দেলোয়ার হোসেন সহ ৪ শতাধিক পল্লী বিদ্যুৎ সমিতির সুপারভাইজার  কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল সমাবেশে কর্মকর্তা – কর্মচারীরা দাবী তুলে ধরে বলেন , সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বনচিত করা যাবে না ।
 এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে।
চুক্তি ভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ী করণ করতে হবে । সেই সাথে সরকারি নিয়মানুযায়ী যাতায়াত ভাতা ,  ওভারটাইম ভাতা ,  টিফিন ভাতা সহ সুযোগ – সুবিধা  দেয়ার ও দাবি করা হয় । বিভিন্ন দফা তুলে ধরেন ।