হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা, পৌর ও সদর উপজেলা শ্রমিক লীগ সিবিএন ইউনিটের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, মহিবুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, তাজুল ইসলাম, লুৎফুর রহমান, বাদল কৃষ্ণ বণিক, রহমত মিয়া, ফজলু মিয়া, আবু তাহের, আব্দুর রউফ তালুকদার, আইয়ুব আলী, খলিলুর রহমান, আব্দুল হক, শাহ মোঃ শাবাজ মিয়া প্রমুখ।
সভায় শ্রমিক লীগ নেতৃবৃন্দ আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।