জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

হবিগঞ্জ নিউজঃ দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় হবিগঞ্জ জেলার ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

রবিবার (৩ মার্চ) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হবিগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

বহিষ্কৃতরা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম শাহজাহান, মনজুর উদ্দিন আহমদ শাহীন, হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস লিয়াকত হাসান, বিএনপি নেতা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক খালেদুর রশীদ ঝলক, বিএনপি নেতা ও হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ জেলাধীন মাধবপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেত্রী ও বানিয়াচং উপজেলা মহিলা দলের আহবায়ক তানিয়া খানম, বিএনপি নেত্রী ও মাধবপুর উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার হেলেন, বিএনপি নেত্রী ও বাহুবল উপজেলা মহিলা দলের আহবায়ক নাদিরা খানম, বিএনপি নেতা ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাউস আহমদ|

এছাড়াও ঐ বিজ্ঞপ্তিতে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাকর্মীদের বহিষ্কার করার বিষয়ে উল্লেখ করা হয়