জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ ভোক্তা-অধিকারের অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা

হবিগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ২টি ফার্মেসীকে জরিমানা করা হয়। এসময় বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকারের ঔষধ জব্দ করা হয়।

২৯ জুলাই বৃহস্পতিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় সদর হাসপাতাল সংলগ্ন নবীগঞ্জ ফার্মেসীকে ৬ হাজার টাকা এবং জনতা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা সেনিটারী ইন্সপেক্টর জনাব ফরিদা

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।