হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বিশেষ করে বুল্লা বাজার , কালাউক বাজার, বামৈ বাজারে প্রায় প্রতিদিন গড়ে ২ ঘন্টা যানজট লেগেই থাকে ।
প্রায় প্রতিদিন সকাল থেকেই দেখা যায় ট্রাফিক জ্যামের ভিন্ন ভিন্ন বিচিত্র চিত্র । এছাড়া বাস , লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি সহ সকল গাড়ি রাস্তার দুই পাশে অবস্থান নেয় । এ গাড়িগুলোর জন্য নেই কোন আলেদা পার্কিংয়ের কোন ব্যবস্থা ।
উপজেলা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার কথা থাকলেও তাহা কেহ ই মানছে না । তাছাড়া স্থানীয় বুল্লাবাজারের একজন ট্রাফিক পুলিশ নিয়মিত থাকবে বলে আশা করছে বুল্লা বাজার ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল। এছাড়াও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও যানযট নিরশনে উদ্যোগ গ্রহনের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মহল ।