জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাঁধ সংস্কারের উদ্বোধন

হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আলমপুর থেকে মির্জাপুর পর্যন্ত খোয়াই নদীর পার্শ্ববর্তী বাঁধের সংস্কার কাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বাঁধটি সংস্কার কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন হতে যাচ্ছে নতুন ডাম্পিং স্টেশনের মধ্য দিয়ে। ডাম্পিং স্টেশনটি হবে অত্যাধুনিক। এখানে শহরবাসীর ফেলে দেয়া ময়লাকে জৈব সারে রূপান্তর হবে।

হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাঁধ সংস্কারের উদ্বোধন

এ ছাড়া বাঁধটি নির্মাণ হলে ডাম্পিং স্টেশনে যাওয়ার পাশাপাশি এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার সুবিধা বাড়বে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৯৮ লাখ টাকা ব্যয়ে আলমপুর থেকে মির্জাপুর পর্যন্ত খোয়াইর বাঁধ সংস্থার করবে। আগামী মার্চের মধ্যেই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরতরা।

এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।