হবিগঞ্জ শহরে চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাটে একের পর চুরি সংগঠিত হচ্ছে, নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ । এনিয়ে গত ২মাসের মধ্যে বেশ কয়েকটি দোকান এবং বাসা বাড়ীতে চুরি সংগঠিত হলো।
গতকাল বৃহস্পতিবার (২১মে) দিবাগত রাত ৩.৪০ মিনিটের সময় শহরের মোহনপুর আবাসিক এলাকার সামছুর রহমান মাষ্টারের বিল্ডিং এ সামছুনা নাহারের বাসার জানালার গ্রিল কেটে চোর ভিতরে ঢুকে নগদ ১০ হাজার টাকা এবং কাপড়চোপড় নিয়ে যায়।
একই সময়ে পাশের আরেকটি বাসা থেকে ২শত টাকা নিয়ে যায় চোরের দল।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যায়, রাত ৩.৪০ মিনিটের সময় জনৈক চোর একটি বাশ দিয়ে জানালা খুলে এবং পরে গ্রিল কেটে ভিতরে ঢুকে টাকা ও মালামাল নিয়ে যায়।
খরব পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ওয়ার্ড কমিশনার আলা উদ্দিন কুদ্দুস এবং সদর থানার সেকেন্ড অফিসার মোঃ জুয়েল আহমদ ঘঠনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।