জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রী অপহরণ

হবিগঞ্জ শহর থেকে ঝর্ণা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

কিন্তু পুলিশ বলছে, কিশোরীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। অচিরেই উদ্ধার হবে। এ ছাড়া বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

অপহরণকৃত কিশোরী বহুলা গ্রামের মাসুক মিয়ার কন্যা ও ভাদৈ আইডিয়াল হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে সদর থানায় ওই কিশোরীর মা মাসুক মিয়ার স্ত্রী হোসনা বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ২৩ মার্চ সকাল ১১টার দিকে ঝর্ণাকে হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে একই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র সাগর মিয়া (২২) ও তার এক সহযোগী অস্ত্রের মুখে তার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই তার কন্যার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।