হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগে বিদ্যুতস্পৃস্ট হয়ে সৈয়দ আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
তবে হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার ৪ ঘণ্টা পর হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ নিয়ে আসা হয় পুলিশের নির্দেশে। পুলিশ লাশের সুরতহাল তৈরি করেছে। তিনি ওই গ্রামের মতলিব মিয়ার পুত্র।
জানা যায়, গতকাল সোমবার সকালে সৈয়দ আলী তার নিজ ঘরে মোবাইল চার্জ দিতে যান। হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মিঠুন রায় দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার স্বজনরা লাশ পুলিশকে না জানিয়ে নিয়ে যায়। হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ থানায় যাবার পর পুলিশ হাসপাতালে এসে লাশ না পেয়ে ওই এলাকার মেম্বারকে খবর দেয়। ৪ ঘণ্টা পর লাশ নিয়ে আসে পরিবারের লোকজন।