জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মিটিং

হবিগঞ্জ সদর উপজেলায় অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির মিটিং এর আয়োজন করা হয়। আজ রবিবার ১০ অক্টোবর সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ফেরদৌস আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, অফিসার ইনচার্জ (তদন্ত), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মিটিং এ জানানো হয় যে, আসন্ন দুর্গা পুজা যাতে শান্তি শৃংখলাভাবে সম্পন্ন হয়, তার জন্য আইন শৃংখলা বাহিনী সর্বদা প্রস্থুত থাকবে। পুলিশের পাশাপাশি আনসার বিডিবি-র সদস্যরাও দ্বায়িত্ব পালন করবে।