তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত প্রকাশ করা হয়েছে।
গতকাল ২৫ অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলায় দলীয়ভাবে নৌকার প্রার্থী যারা মনোনীত হয়েছেন তারা হলেন, লোকড়া ইউনিয়নে আহাম্মদ আলী, রিচি ইউনিয়নে আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়নে, আলহাজ্ব এম এ মোতালিব, পৈল ইউনিয়নে মোঃ সাহেব আলী, গোপায়া ইউনিয়নে মোঃ নুরুজ্জামান, রাজিউড়া ইউনিয়নে বদরুল করিম দুলাল, নিজামপুর ইউনিয়নে আব্দুল আউয়াল তালুকদার, এবং লস্ককরপুর ইউনিয়নে মাহবুবুর রহমান হিরো।