হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সংকটে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি নিয়ে হাসপাতালে হৈ চৈ শুরু হয়। জানা গেছে, অক্সিজেনের অভাবে আরও রোগী মারা যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই।
জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রিতা বেগম (৫০) গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই ডাক্তার তাকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে কোনো অক্সিজেন না থাকায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
এ খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা এসে হাসপাতালে হৈ চৈ শুরু করেন। অনেকেই অভিযোগ করেন, প্রতিদিনই অক্সিজেনের অভাবে করোনা উপসর্গসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগী মারা যাচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনো সমাধান করছে না।
তাছাড়া অনেক জনপ্রতিনিধিও হাসপাতালে অভিযানে যান। কিন্তু অক্সিজেনের ব্যাপারে ব্যবস্থা নেয়া হয় না। এক রোগীর স্বজন জানান, তার রোগী অক্সিজেনের অভাবে কষ্ট পেলে বাহির থেকে ৩ হাজার টাকা দিয়ে অক্সিজেন ভাড়া এনে রোগীকে দেন।