জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ সদর হাসপাতালে ইমারজেন্সি ম্যনেজমেন্ট টিমের মিটিং অনুষ্ঠিত

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি ম্যনেজমেন্ট টিমের সেমি এ্যনুয়্যাল মিটিং আয়োজন করা হয়। গতকাল (৩ ফেব্রয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় হাসপাতাল কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডির অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পে সেভ দা চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং সীমান্তিকের বাস্তবায়নে মিটিংয়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল ইসলাম সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুমিন উদ্দিন চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডাঃ কায়ছার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন রওশন আরা বেগম, ম্যানেজার এমআইএস শাকিল আহমেদ খান, সীমান্তিক জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস এবং হাসপাতালের অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দ।

এসময় সিদ্ধান্ত হয়ে যে, হাসপাতালের জরুরী ব্যবস্থাপনা কক্ষে আগত গর্ভবতী ও ডেলিভারি মায়েদেরকে যথাযথভাবে সেবা প্রদান এবং তথ্য সংরক্ষণ করার জন্য। তাছাড়া রেফারকৃত রোগীদের রেফারাল স্লিপ সংরক্ষণ করার জন্য বলা হয়।