হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করেনায় আক্রান্ত হয়েছেন। আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৫ অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
করোনার শুরু থেকে এমপি আবু জাহির হবিগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিরতণ, সচেতনতামূলক সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন।