সৈয়দ সালিক আহমেদঃ হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব- ৯ শায়েস্তাগঞ্জ এর যৌথ অভিযানে ঢাকা সিলেট হাইওয়ে রোডের হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমিন এবং বাঁশপাতাকে লক্ষাধিক টাকার উপরে জরিমানা করেছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার হবিগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানের সময় নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং কেমিক্যাল রং মেশানোসহ বিভিন্ন অপরাধে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনকে ৫০ হাজার টাকা, ফুড গার্ডেনকে ১০ হাজার টাকা, মাধবপুর নোয়াপাড়ায় অবস্থিত হোটেল আল আমিনকে ৩০ হাজার টাকা এবং পুটিজুরী বাজারে অবস্থিত হোটেল বাশপাতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপ পরিচালক দেবানন্দ সিনহা বলেন, আমাদের এধরণের অভিযান সব সময় অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার বিষয়ে সরকারের নির্দেশনা গুলো বাস্তবায়ন করা হবে।