জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

২৪ ঘন্টায় হবিগঞ্জে ডেভিল হান্টের অভিযানে ১৩ আওয়ামীগ নেতা কর্মী গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে৷ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠের ১৩ জন নেতা কর্মীকে পুলিশ ও যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা যায়, শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারী) রাত থেকে আজ শনিবার সকল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ, লাখাই, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর, হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানায় অপারেশন ডেবিল হান্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে৷ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠের বিভিন্ন পর্যায়ের ১৩ নেতাকর্মীকে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জেলার আজমিরীগঞ্জের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি আলী আমজদ তালুকদার (৭০), শায়েস্তাগঞ্জের ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক উস্তার মিয়া (৪০), যুবলীগ নেতা সোহাগ মিয়া (৩৩), চুনারুঘাট, উপজেলা তাতীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান (৪৫), হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ কাউছার আহম্মেদ চৌধুরী দুলাল (৫৩), মোঃ রাসেল মিয়া (৩২), চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান (৫৯), হবিগঞ্জ শহরের ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মানিক মিয়া (৬৪), লাখাই উপজেলার ৭নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মোঃ বেনু মিয়া (৫৫), বাহুবল উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান (মাষ্টার) (৫০), মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজিবাজার রাবার বাগানের সিবিএ নেতা আল আমিন (৩৬),
রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র
মাধবপুর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা (৪০),
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী নেওয়াজ (৪৫)।

হবিগঞ্জ জেলা পুলিশের ডিআইও -১ কামরুল হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।