জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৩নং তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া কারাগারে

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনু মিয়াকে প্রতিপক্ষের উপর হামলার মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।উল্লেখ্য, তেঘরিয়া ইউপি’র রামপুর শ্মশানঘাট এলাকার বাসিন্দা কামাল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় তেঘরিয়ার চেয়ারম্যান মোঃ আনু মিয়াকে। মামলার বিবরণে প্রকাশ, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে ওই গ্রামের সাদেক মিয়ার উপর প্রাণনাশের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় চেয়ারম্যান আনু মিয়াসহ তার লোকজন। এসময় সাদেক মিয়াকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। ভাংচুর করা হয় তার মোটর সাইকেল। ঘটনার সময় সাদেক মিয়ার শোর-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান আনু মিয়া গ্রামের দরিদ্র মানুষদেরকে বিভিন্ন সরকারি সুবিধা দেয়ার কথা বলে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। মাসের পর মাস পার হয়ে গেলেও তাদের সরকারি কোনো সুবিধাই দেননি তিনি। পরে ভোক্তভোগীরা তাদের টাকা চাইতে গেলে চেয়ারম্যান আনু মিয়া অশ্লীল ভাষায় গালাগালিজ করে নানা ভয়ভীতি দেখান। বিষয়টি ইউনিয়নের প্রায় সকল মেম্বারগণই তার উপর ক্ষুদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক মেম্বার জানান, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ না করেই ভুয়া কাগজ দেখিয়ে টাকা আত্মসাত করে থাকেন চেয়ারম্যান আনু মিয়া।