জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৩১ অক্টোবর মাধবপুরে ” গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে ” পবিত্র ওরশ ও মাহফিল

হবিগঞ্জে মাধবপুর উপজেলা জগদীশপুর ইউনিয়নে চারাভাঙ্গা সাহেব বাড়ী এলাকায় ঐতিহ্য বাহী ” গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে ” প্রতি বছরে ন্যায় এবারো ৩১ অক্টোবর দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক ও মাহফিল অনুষ্ঠিত হবে ।

উক্ত দরবার শরীফে পবিত্র ওরশ ও মাহফিলে বিভিন্ন স্থান থেকে হাজারো বিভিন্ন শ্রেণীর মানুষ এবং আশেকান ভক্ত বৃন্দরা পবিত্র ওরশ ও মাহফিলে আশে । এছাড়া এ পবিএ ওরশ ও মাহফিলে অ ইসলামীক কোনো কার্যকলাপ নেই ।

সেচ্ছা সেসবক এবং থানা পুলিশ প্রশাসন করা নজরদারি থাকে । এ পবিত্র ওরশ মাহফিলে কুমিল্লার হযরত মাওলানা মুফতি আবু নাছের জিহাদী, ঢাকার হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি , বি বাড়িয়ার হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী, হযরত মাওলানা শাহ আলম জিহাদী , মাধবপুর উপজেলার হযরত মাওলানা খাদে মুল ইসলাম , হযরত মাওলানা সালাউদ্দিন আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন ।

এ মহতী মাহফিলে আল্লাহ পাকের রহমত, দয়াল নবী রাসুলে পাক ( সাঃ) এর এশক – মহব্বত ও অলি- আল্লাহ গণের রুহানি ফয়েজ লাভ করত এবং দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিলের জন্য সকল মুসলমান ভাইকে দাওয়াত জানিয়েছেন চারাভাঙ্গা ” গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ” পীরজাদা আলহাজ্ব সৈয়দ গিয়াছুল হোসাইন ফারুক ।