পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ, করদাতাগণের কর প্রদানে উদ্ধুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি লক্ষে ৩ দিন ব্যাপি পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নাগরীকদের সকল সুযোগ সুবিধার জন্য পৌরসভা কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভায় রাস্তাঘাট নির্মাণসহ বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে।
তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় তৈরী করেছেন, যাতে করে দেশের প্রতিটি মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে।
কিন্তু একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের সেই মনোবাসনা কখনো পুরণ হবেনা।
আজ মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে ৩দিন ব্যাপি পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ পৌরসভার আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর সুমা জামান, পৌর কাউন্সিলর টিটু আহমদ, পৌর কাউন্সিলর গৌতম রায়, পৌর সচিব ফয়েজ আহমদ, কাউন্সিলর শফিকুর রহৃান সিতু, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, কাউন্সিলর আলা উদ্দিন প্রমুখ।