জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৩ বছরের শিশু সোনালী বাঁচতে চায়

হবিগঞ্জ শহরের অনন্ত পুর এলাকার সুমন চন্দ্র দেবের ৩ বছরের শিশু সোনালী ব্লাড ক্যান্সরে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে কাতরাচ্ছে। গরিব পিতা অর্থ অভাবে পারছেন না সু চিকিৎসা করাতে।

ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোনালীর শরিরের চেকআপ (পরিক্ষা) করে রিপোর্টে ব্লাড ক্যান্সর আক্রান্ত ধরা পরেছে।

মেডিকেলের ডাক্তার সোনালীকে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। গরিব বাবা সুমন অর্থ অভাবে ভর্তি না করে, মেয়ে সোনালীকে বাড়িতে নিয়ে এসেছেন।

৩ বছরের শিশু সোনালী সু চিকিৎসার অভাবে বাড়িতে বেডে পরে কাতরাচ্ছে। মেয়ের কষ্ট দেখে নিরবে চোখের জল ফেলছেন সোনালীর মা-বাবা।

তারা মেয়ে কে চিকিৎসা করানোর জন্য অর্থনৈতিক সহযোগিতার জন্য সকালের নিকট হাত বাড়িয়েছেন।

আপনার একটু সাহায্যে সহযোগিতাই বাঁচতে পারে এই শিশু জীবন।
সুমন চন্দ্র দেব
একাউন্ট নং- ৩২৪২১০১১০৭২৯৭
বার লাইব্রেরী শাখা
হবিগঞ্জ সদর।
নগদ নং- ০১৭৮১-২১৯৪৫১
বিকাশ নং- ০১৭৩২-০১৮৩৯৪