জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৫ দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

আজ ১২ই মার্চ ২০২১, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য আয়োজিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রতীক মণ্ডল, আরডিসি সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।

ভূমি সেবার মানোন্নয়নে সকলকে সচেষ্ট থাকা এবং সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান সম্মানিত জেলা প্রশাসক।

৫ দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩ জনকে বই উপহার দেন জেলা প্রশাসক।