নকল ও অবৈধ ওষুধ ও চিকিৎসা পণ্য বিক্রির দায়ে ৯২টি দেশে ১ লাখ ১৩ হাজার ওয়েবসাইট ও অনলাইন ফার্মেসি বন্ধ করে দিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ। এসবের মধ্যে বিশাল অংশ ছিল কোভিড-১৯ পরীক্ষার কিট ও ফেস মাস্ক। আজ মঙ্গলবার ইন্টারপোল এ তথ্য জানিয়েছে।
ইন্টারন্যাশনাল পুলিশ এজেন্সির মহাসচিব জুরজেন স্টক এক বিবৃতিতে বলেন, করোনা মহামারি কারণে এখন বেশির ভাগ মানুষই অনলাইন কেনাকাটার ওপর নির্ভরশীল। আর অপরাধীরা দ্রুত এই নতুন ‘গ্রাহকদের’ টার্গেটে পরিণত করে।
সংস্থাটি জানায়, গত ১৮ থেকে ২৫ মে পর্যন্ত যত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে, তার মধ্যে অর্ধেকের বেশি কোভিড পরীক্ষার অননুমোদিত কিট। ইতালি কর্তৃপক্ষ ৫ লাখের বেশি নকল সার্জিক্যাল মাস্ক এবং এসব মাস্ক তৈরি ও প্যাকেজিংয়ের ৫৩টি মেশিন জব্দ করে।
স্টক বলেন, যদিও কেউ কেউ জেনেশুনেই অবৈধ ওষুধ কেনেন কিন্তু বেশির ভাগ ভুক্তভোগীই অজান্তে নিজেদের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছেন।নকল ও নিষিদ্ধ এসব ওষুধ কাপড়, জুয়েলারি, খেলনা ও খাবারের চালানেও পাওয়া গেছে।