জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চিকিৎসার নামে ব্যবসায়ীকে আটক করে মুক্তিপণ নেয়ার অভিযোগে আটক ৩

চট্টগ্রামে কবিরাজি ওষুধ দেয়ার কথা বলে এক ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ নেয়ার অভিযোগে নারীসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার নগরীর রুবি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাজু আক্তার আঁখি, রাজিয়া সুলতানা লিমা ও মো. জাহাঙ্গীর আলম।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, কবিরাজি ওষুধ দেয়ার কথা বলে এক ব্যবসায়ীকে নিজেদের আস্তানায় ডেকে নেয় ওই প্রতারক চক্র। একপর্যায়ে তাকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনরা মুক্তিপণ দিয়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে নেন। এছাড়া বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন তারা।

ওসি আরো বলেন, অভিযোগের পর নগরীর রুবি গেট এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।