বানিয়াচঙ্গের করছায় মামুন মিয়া (৩০) নামে এক ডেন্টাল চিকিৎসকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত মামুন মিয়া জেলার বানিয়াচুং উপজেলার করছা গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে ও ডেন্টাল চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কদর আলীর ছেলে ওমান প্রবাসী ইকবাল মিয়ার লোকজনের সাথে নিহত মামুন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রোববার রাতে মামুন নবীগঞ্জ ইমামবাড়ী বাজারে তার চেম্বার থেকে বাড়ি ফেরার পথে ইকবাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মামুন মিয়া নিহত হন।
এ ঘটনায় আহত হন তার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম (৪৫)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচুং সার্কেল) শেখ মোঃ সেলিম জানান, এক ডেন্টাল চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। রাতেই আমিসহ থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।