অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত আজমিরীগঞ্জের চার রোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ২ টায় ৪ জন করোনা পজিটিভ রোগীকে তাদের হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন।
এর আগে গত ১২ মে আজমিরীগঞ্জ সদর পৌরসভায় ১ জন এবং ৪ নং কাকাইলছেও ইউনিয়নে ৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয় ৷ কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার সংকটের কারণে তাদের সদর আইসোলেনে নিতে বিলম্ব হয়।
এ নিয়ে ১৪ মে অ্যাম্বুলেন্স সংকটে হাসপাতালে নেওয়া হয়নি চার করোনা রোগীকে শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন কর্তৃপক্ষের উদ্যোগে ড্রাইভার এর ব্যবস্থা করে হবিগঞ্জ সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে তাদেরকে আজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেন।