গিরি ধন সরকারঃ আজ হবিগঞ্জ মাধবপুর উপজেলা এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার ৭০.৩২ শতাংশ। রোববার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট শিক্ষা বোর্ডের এ তথ্য নিশ্চিত করেন।
দেশ ব্যাপী এক যোগে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। মাধবপুরে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৬শ ৬২ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৫শ ৭৫জন। পাশের হার শতকরা ৭০.৩২ শতাংশ।
এর মধ্যে প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৮ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজে ১৫ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে।
আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি হাইস্কুলে ১২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মাঝে ৩য় অবস্থানে রয়েছে।
এছাড়া বিদ্যৎ উন্নয়ন উচ্চ বিদ্যালয় শাহজীবাজার জিপিএ-৫ পেয়েছে ৫জন, সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ ৪ জন, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ২ জন, আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয় ১ জন, অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন ১ জন, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ৩ জন, বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয় ৫ জন, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজে ৪ জন।
অন্যদিকে মাধবপুরে ৫টি মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ২৯২ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৮৫ জন। পাশের হার শতকরা ৯৭.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫জন।
ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে ২ জন, কাজিরচক মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ১ জন, ছালেহাবাদ এমএস দাখিল মাদ্রাসায় ১ জন, মাধবপুর দরগাঁহ বাড়ি দাখিল মাদ্রাসায় ১ জন।
বরাবরের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যায়।
তবে মাধ্যমিকের ফল পেতে এর মধ্যে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হয়।