হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার দেউন্দি ক্রস রোডের মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার বিরামচর গ্রামের সোহান মিয়া( ২২), মহলুলসুনাম গ্রামের ইসমাইল মিয়া( ২৩) ও অপু ঘোষ (২৪)।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।