মোঃইকবাল হোসেন মাহদী স্টাফ রিপোর্টার কুলাউড়া।
লতিফি হ্যান্ডস এর বিশুদ্ধ পানি পান প্রজেক্টের আওতাধীন কুলাউড়া উপজেলার বুকশিমাইল গ্রামে গতকাল (২৫/৮/২০২০)একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে । আলহামদুলিল্লাহ,এই টিউবওয়েলের পানি পান করে বহু মানুষের কষ্ট দূর হবে।
এছাড়া নানাবিধি কার্যক্রম করে আসছে লতিফ হ্যান্ডস।অসহায়দের সহযোগীতা, বেকারদের কর্মসংস্থানের জন্য রিক্সা দান,এতিম ও বিধবাদের গৃহনির্মাণ ইত্যাদি। গত কুরবানিতে কুলাউড়া উপজেলায় ২৭০টি পরিবারে কুরবানির গোসত বিতরণ করেছে উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী রহঃ এর সংগঠন। এর সার্বিক পরিচালনায় আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলী। যিনি ফি সাবিলিল্লাহ খেদমত করে আসছেন। আল্লাহ তায়ালা মহান খেদমতকে কবুল করুন এবং জাজায়ে খায়ের নসিব করুন।আমিন।।