হোসাইন মির্জা: আজ ৩০ডিসেম্বর (বুধবার) দুপুর ২ ঘটিকায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হল রুমে ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড’র সেলস্ মিটিং ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভা সম্পন্ন হয়।
দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র সিও জনাব নাসির হোসাইন তানভীর এর মনোমুগ্ধকর পরিচালনায়, সভাপতিত্ব করেন জনাব কাওসার আহমেদ-সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকলীগ ৬নং চুনারুঘাট সদর ইউপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান রিপন-সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৯নং রাণীগাঁও ইউপি। প্রধান আলোচক ছিলেন জনাব ডাঃ জাকির -পরিচালক (প্রশাসন) ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) ঢাকা।
মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মুল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জনাব হাফেজ সালাউদ্দিন শরীফ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব জসিম উদ্দিন-ন্যাশনাল সেলস্ ম্যানেজার ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) চুনারুঘাট-হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আনোয়ার শরীফ হৃদয়-সিনিয়র এক্সিকিউটিব ডাইরেক্টর ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হোসাইন মির্জা-মনিটর দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ, জনাব জামাল হোসেন লিটন- সাধারন সম্পাদক চুনারুঘাট প্রেসক্লাব, জনাব ডাঃ কালিপদ আচার্য্য-ডি এম এস ঢাকা, জনাব ইব্রাহিম খলিলুল্লাহ- এক্সিকিউটিব ডাইরেক্টর ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) ঢাকা, জনাব মমিনুল ইসলাম-সিনিয়র শিক্ষক চাটপাড়া আইডিয়াল একাডেমী এন্ড হাইস্কুল।
পরিশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।