জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে চুনারুঘাট পৌরসভার নির্বাচন

চুনারুঘাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এমনকি কোন প্রার্থীর পক্ষ থেকেও কোনধরণের অভিযোগও আসেনি।

তবে সকাল থেকেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ান সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়বে। নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু এবং ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল বাছির।

এছাড়া কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে চুনারুঘাট পৌরসভার নির্বাচন 2

মোট ভোটার ১৪ হাজার ৪০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১১১ জন এবং নারী ভোটার ৭ হাজার ৩৯১ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৪৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চুনারুঘাট উপজেলায় বিপুল সংখ্যক চা শ্রমিক ভোটার হওয়ায় প্রতিটি নির্বাচনেই নৌকার বাক্সে একচেটিয়া ভোট পড়ে। তবে পৌরসভার হিসেবেটা আলাদা৷ এখানে বিএনপির দাপট বেশি৷
যে কারণে ২০১৫ সালের নির্বাচনে লড়াই করলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীর কাছে হারতে হয়েছে আওয়ামী লীগ প্রার্থীকে।

গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল আলম রুবেল এবং বিএনপি থেকে নাজিম উদ্দিন সামছু। এবারও দুইদল থেকে মনোনয়ন পেয়েছে তারাই।

গত নির্বাচনে মাত্র ১৪ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী রুবেলকে হারিয়ে জয় পেয়েছিলেন ধানের শীষের প্রার্থী নাজিম উদ্দিন সামছু।