জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর থানার নয়া ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক

মাধবপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাককে৷

আজ ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম- পিপিএম এক স্বাক্ষরিত পত্রে তাকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহন করবেন৷

ওসি রাজ্জাক ২০০৫ সালে চাকুরিতে যোগদান করে ময়মনসিংহ জেলায় চাকুরী করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিট পুলিশে দীর্ঘ দিন সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা ও বাড্ডা থানায় সফলতার সাথে পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)র দায়িত্ব পালন করেন। গত ১০ ফেব্রুয়ারী জনসার্থে বদলী সুত্রে তিনি হবিগঞ্জ জেলায় যোগদান করেন।

তিনি জামালপুর জেলার সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত৷ তিনি এক পুত্র সন্তানের জনক।