হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ শহরের পিটিআই এলাকাবাসী সংবর্ধনা দিয়েছেন। গতকাল সোমবার রাত আটটায় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মেয়র সেলিম।
পিটিআই রোড এলাকার মুরুব্বী সামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আকবর আলী, ফজলুর রহমান লেবু, আব্দুল মোছাব্বির বকুল, জাবেদ আলী, অশোক কুমার রায়, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সাইদুর রহমান, আব্দুল মতিন আনছারী, হাবিবুর রহমান খান, সৈয়দ আফজাল আলী দুদু, তানেশ দাশ, দুলাল রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ফুলের নৌকা ও ফুলের মালা উপহার দিয়ে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে বরণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তৃতায় সংবর্ধিত ব্যক্তিত্ব সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও পৌরসভা পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।