হবিগঞ্জ জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে লগডাউনের ৩য় দিনে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। এসময় সরকারের পরিপত্র অনুযায়ী হোটেল, বিপনী বিতান এবং জনসাধারণের চলাচল সীমিত করার নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (৭ এপ্রিল) হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৬টি মামলার মাধ্যমে ৫হাজার ৭শত ৫০টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া জনসাধারণের মাঝে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়।
এদিকে বুধবার বিকালে জেলা প্রশাসনের সমন্বয়ে র্যাবের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধা ৬টার পর দোকানপাট বন্ধ এবং জনসাধারণের চলাফেরা সীমিত করার জন্য বলেন।