হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে দুই সহশ্রাধিক মানুষের মাঝে সাড়ে ৭ লাখ টাকা অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ সহায়তা বিতরণ করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া, রিচি, তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ২ হাজার মানুষকে ৫শ’ টাকা করে ৫ লাখ টাকা এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ঐচ্ছিক তহবিল থেকে শতাধিক মানুষকে দেয়া হয়েছে আরও আড়াই লাখ টাকা।
পৃথক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস, আক্তার হোসেন ও আনু মিয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া ও উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে থাকার জন্য উপকারভোগী নারী-পুরুষদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।