হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আজ ২জন মৃত্যুবরণ করেছেন। তাদের একজনের বাড়ী জেলার বাহুবল উপজেলায় এবং আরেকজনের বাড়ী সদর উপজেলায়।
আজ রবিবার (৪জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সদর উপজেলার জনৈক ব্যক্তি বয়স (৬০) গত ২১জুন তারিখে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো জানান, অপর ব্যক্তি বাহুবল উপজেলার বয়স (৭০)। তার করোনা পজিটিভ রিপোর্ট আসে ২৮জুন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।
এদিকে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২১জন মৃত্যুবরণ করেছেন।