হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সংঘাত নয় , শান্তি ও সমপ্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলা আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয় ।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এম আই পিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস। পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজি মুসলিম ধর্মীয় নেতা তোফায়েল আহমেদ মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার (তদন্ত) ওসি আল আমিন মীর।
স্বাগত বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস সালাম মেম্বার । প্রবন্ধ ও অঙ্গীকারনামা পাঠ করেন আল আমিন সাইফী । পিএফজি সাংগঠনিক কার্যক্রম করেন সিলেট রিজিওন কোর্ডিনেটর আকলিমা চৌধুরী । বক্তব্য রাখেন , পিএফজি এম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন , পিএফজি বীর মুক্তি যোদ্ধা কাজী গোলাম মর্তুজা , শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী , জামাতে ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর শাখা সেক্রেটারি মোঃ ইয়াসিন খান , উপজেলা পিএফজি সদস্য সুশান্ত পাল চৌধুরী , পিএফজি সদস্য ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , এডভোকেট শামীম চৌধুরী , সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু , উপজেলা বিভিন্ন জায়গায় জামে মসজিদের পেশ ইমাম আরিফুল ইসলাম মামুন , মোঃ আতাউর রহমান , মোহাম্মদ আবু সালেহ , মোঃ শাখকুর রহমান , মোজাহিদ আহমদ মানিক , মোঃ জুবায়ের আহমদ রেজা , মোহাম্মদ ফরুক আহম্মদ , শফি উদ্দিন , তাজুল ইসলাম , ইদ্রিস আলী , আবুল কালাম আজাদ , নূরুল্লাহ সফি, তাফহিমুল ইসলাম চৌধুরী , স্কুল প্রধান শিক্ষক মুহিবুর রহমান , শিক্ষক মোঃ ফজলুল হক, সুশীল সমাজ রবার্ট সরকার , বিজয় সরকার , শায়েস্তাগঞ্জ পৌর সভা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি সুমন চন্দ্র দেব , ব্রামনডোরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নানটু সূত্রধর প্রমূখ ।
বক্তারা বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলা ইউনিয়ন ও পৌর শহরকে শান্তি ও সমপ্রীতির শহর উল্লেখ করে নিজ নিজ ধর্ম থেকে ও অবস্থান থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।