বানিয়াচং- আজমিরীগঞ্জ শরিফ উদ্দিন সড়কে ডাকাতির ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, ১২ ই মার্চ বুধবার সন্ধা ৬,৩০ ঘটিকার সময় আজমিরীগঞ্জ -বানিয়াচং শরিফ উদ্দিন সড়কে জলসুখা নোয়াগড় মাঝামাঝি যাত্রী চাউনির সামনেঘ টনাটি ঘটে ।
উদ্ধারকৃত স্থানীয় লোকজন জানায় বিকাশ কোম্পানির ডিএসও মো: শহিদুল ইসলামকে(৩০)কে একদল ডাকাত ক্ষতবিক্ষত করে টাকা লুটকরে রাস্তার পাশে ফেলে যায়। প্রায় ৭ ঘটিকায় পথযাত্রীর নজরে আসলে জলসুখার স্থানীয় লোকজনের সহায়তায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
জলসুখার স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, শহিদুলেন বাড়ি শিবপাশা ইউনিয়নে, আহত অবস্থায় শহিদুলকে অজ্ঞান অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, পরে ঘটনা স্থলে শহিদুলের আত্মীয় স্বজনরা মোটরসাইকেল ও মানি ব্যাগ মোবাইল উদ্ধার করা হয়।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এবি এম মাঈদুল হাসান ফোনে আলাপ করলে তিনি জানান, এই বিষয়ে অবগত আছি ঘটনাটি ডাকাতি না চিনতাই, না মোটরসাইকেল এক্সিডেন্ট তদন্ত করে দেখছি, ঘটনাস্থলে শহিদুলের আত্নীয় স্বজনেরা মোটরসাইকেল মানিব্যাগ মোবাইল উদ্ধার করে। এবং বর্তমানে জিংরি ব্রীজ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী টহলে আছে। এখন থেকে সব সময় টহলে থাকবে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে।