হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নবাসীর উদ্যোগে অত্র এলাকার সকল বয়সী ১৮৩ জন কুরআনের হাফেজদের দেওয়া হয়েছে গণসংবর্ধনা। ২ নভেম্বর শনিবার ছাতিয়াইন বাজার মুক্ত মঞ্চে ইউ/পি চেয়ারম্যান শহীদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুফতি আলমগীর হোসাইন সাইফীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা, সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব শহিদুল ইসলাম বাবু, মোঃ আবু সালেক। এলাকাবাসীর মধ্যে ব্যতিক্রম অনুষ্ঠানকে কেন্দ্র করে এক নতুন অভিজ্ঞতার জন্ম দিয়েছে।বাদ মাগরিব এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কলরবের পরিচালক জাতীয় শিল্পী আবু রায়হান, জুলফিকার দলের অন্যতম শিল্পী মাওলানা আব্দুর রহমান হোসাইনী প্রমূখ। উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মোযযাম্মিল হক, সাংবাদিক জামাল সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ।
জনপ্রিয় ৫ সংবাদ
আরো কিছু সংবাদ
Previous article
Next article